সচল ফোন নম্বর জমাদান প্রসঙ্গে । Submission of Active Phone Numbers

সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীরা ভর্তির সময় অভিভাবকের যে মোবাইল নম্বর প্রদান করেছে, সেগুলোর বেশিরভাগই সচল নয়।
অতএব, সকল অভিভাবককে অনুরোধ করা হলো যে, দ্রুত নিজেদের সচল ফোন নম্বর সংশ্লিষ্ট ক্লাস টিচারের কাছে জমা দিন।

-প্রশাসন-

This is to inform all students and guardians that most of the phone numbers provided by guardians during admission are not active.
Therefore, all guardians are requested to promptly submit their active phone numbers to their respective class teachers.

Administration

Scroll to Top