বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে অনুষ্ঠান । Eid-e-Milad-un-Nabi (SAW) Celebration at Bhiralla Sadat Khan High School

ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন। শিক্ষার্থীরা নবীজির জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা, হামদ-নাত পরিবেশন, কোরআন তেলাওয়াত এবং দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করে।
ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন। শিক্ষার্থীরা নবীজির জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা, হামদ-নাত পরিবেশন, কোরআন তেলাওয়াত এবং দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করে।

ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নানা ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করে। কর্মসূচির মধ্যে ছিল—

  • মহানবী (সা.)-এর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা
  • শিক্ষার্থীদের পরিবেশনায় হামদ, নাত ও ইসলামী সংগীত
  • পবিত্র কোরআন তেলাওয়াত
  • দোয়া ও মোনাজাত

আলোচকরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ, তাঁর মানবিক গুণাবলি, সত্য, ন্যায় ও শান্তির বার্তা তুলে ধরেন। বক্তারা শিক্ষার্থীদের জীবনে নবীজির শিক্ষা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

এই আয়োজনে শিক্ষার্থীরা ইসলামের মহান শিক্ষা ও নবীজির আদর্শ সম্পর্কে অনুপ্রাণিত হয় এবং তা নিজেদের জীবনে ধারণ করার অঙ্গীকার করে।

অনুষ্ঠানের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন । Click here to watch the event video

অনুষ্ঠানের সকল ছবি দেখতে এখানে ক্লিক করুন । Click here to view all photos of the event

Bhiralla Sadat Khan High School observed the holy Eid-e-Milad-un-Nabi (SAW) with due respect and deep religious fervor. The program was held on 06 September 2025 at the school premises.

Students actively participated in the event and expressed their love and devotion to the Holy Prophet Muhammad (SAW) through various religious activities. The program included:

  • Discussions on the life and teachings of the Prophet (SAW)
  • Recitation of Hamd, Naat, and Islamic songs by students
  • Recitation from the Holy Qur’an
  • Special prayer and supplication (Doa & Munajat)

Speakers highlighted the noble life, humanitarian values, truthfulness, justice, and message of peace of the Prophet Muhammad (SAW). They emphasized the importance of practicing his teachings in the daily lives of students.

The event concluded with a special prayer where teachers, students, and local guardians participated. Prayers were offered for the welfare of the country, the nation, and the Muslim Ummah.

Through this event, the students were inspired to learn about the teachings of Islam and to implement the ideals of the Prophet (SAW) in their own lives.

Scroll to Top