গত জুলাই মাসের ১৫ তারিখ, ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয় এর প্রাঙ্গণে একটি বিশেষ পরিবেশ সংরক্ষণ উদ্যোগ নেওয়া হয়। এদিন বিদ্যালয়ের প্রাঙ্গণে ফলজ ও ওষুধি গাছ লাগানো হয়।
এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় শুধুমাত্র শিক্ষার কেন্দ্র হিসেবে নয়, বরং পরিবেশ সচেতনতার শিক্ষার ক্ষেত্র হিসেবেও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চায়। ফলজ গাছ যেমন ফল উৎপাদন করবে এবং বিদ্যালয়ের প্রাঙ্গণকে সুন্দর করবে, তেমনি ওষুধি গাছ শিক্ষার্থীদের প্রাকৃতিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধারণা দেবে।
বিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ রক্ষার মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক হবে। শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে অংশগ্রহণ করে গাছ লাগানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেছে, যা তাদের জন্য একটি শিক্ষামূলক ও আনন্দময় অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।
On 15th July, a special environmental initiative was undertaken at Bhiralla Sadat Khan High School. On this day, fruit and medicinal trees were planted in the school campus.
Through this initiative, the school aims not only to be a center of education but also to raise environmental awareness among students. Fruit trees will produce fruits and beautify the campus, while medicinal plants will provide students with knowledge about natural remedies and health awareness.
This initiative will help instill a sense of nature and environmental responsibility among students. Teachers and students participated together in the tree-planting process, making it both an educational and enjoyable experience.
